২৯শে মে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। এরই প্রেক্ষিতে শনিবার ৩০ শে মে দুপুর ৩ টায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি – জনাব সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিযুক্তপ্রাপ্ত বিচারকদের শপথ পাঠ করান। তবে সেই অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথ গ্রহণকারী অতিরিক্ত বিচারকগণ সেই শপথনামা স্পষ্টভাবে শুনতে না পারায় বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় তাদের আবারও স্বশরীরে উপস্থিত থেকে শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা বোধ করেন।
এরপর মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টে তার খাস কামড়ায় ৩০শে মে শনিবার রাত সাড়ে ৯ টায় ক্রমানুসারে ১৮ বিচারপতিকেই শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।