চীনের বেসরকারি কম্পানি ‘সাইনোভ্যাট’ বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর করোনার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের যে ট্রায়াল করার প্রস্তাব দিয়েছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এ কথা জানান। তিনি বলেন, তৃতীয় পর্যায়ে ট্রায়ালের জন্য অন্তত ৪২০০ লোকবলের প্রয়োজন। বাংলাদেশের করোনা স্বাস্থ্যকেন্দ্রে এই সংখ্যক কর্মী রয়েছে। এ জন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশকে।
আইসিডিডিআর,বির মাধ্যমে চীনের কম্পানি এই প্রস্তাব দিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের সময় চীনে রোগীর সংখ্যা কমে গেছে। এটি বাংলাদেশের জন্যও আশার কথা বলে উল্লেখ করেন তিনি।