নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে ফেসবুক লাইভে এসএসসি ও সমমানের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মণি।
মাধ্যমিকে এবছর ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী ছিল। এর মাঝে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পাশ করেছে। এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী।
নয়টি সাধারণ বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
করোনা মহামারীর আতংকের জন্য মাধ্যমিকের ফলাফল জানতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই এবার ফল পাঠানো হবে না। অন্য বছরগুলির ন্যায় এবারও মোবাইলে এসএমএস করে এসএসসি ও সমমানের ফলাফল পাওয়া যাবে।