মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি গৃহহীন মানুষ অন্তত বসবাসের মতো ঘর পাবে: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় বাংলাদেশ শুনলে অনেকেই মনে করত বাংলাদেশ মানে প্রাকৃতিক দু’র্যোগের দেশ, দরিদ্র দেশ, ভি’ক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। আজকের বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ না। ১০ বছরে বাংলাদেশ আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এই ১০ বছরের মধ্যে আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুজিব বর্ষে বাংলাদেশের প্রতিটি গৃহহীন মানুষ অন্তত বসবাসের মতো ঘর পাবে, সেটা আমরা নিশ্চিত করব।’
পদ্মাসেতু নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন যে একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের পদ্মা সেতু নিয়ে। বলেছিলাম যে আমরা নিজের অর্থে পদ্মাসেতু নির্মাণ করব। আজকে আমরা নিজস্ব অর্থে এই পদ্মাসেতু নির্মাণ করে যাচ্ছি। এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তির পরিবর্তন এনে দিয়েছে।’