১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে পরীক্ষা নিয়ে।
অনেকেই পরীক্ষা যথাসময়ে হওয়ার পক্ষে কথা বলছেন। আবার অনেক দাবি তুলছেন পরীক্ষা পেছানোর। তবে পিএসসি মত দিয়েছে পরীক্ষা যথাসময়ে নেওয়ার ব্যাপারে।
বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাসময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার দিন ধার্য করে পিএসসি।
গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে পিএসসি। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।