বিভাগ জাতীয়

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন আজ

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন আজ। নির্বাচন কমিশন জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দুটি আসনের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এজন্য নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে আহ্বান জানানো হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন কমিশনকে এ আসন দুটির উপনির্বাচন করতে হচ্ছে।

ব্যালটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানায়, এ আসন দুটির উপনির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সোমবার মধ্যরাত ১২টা থেকে আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বেবিট্যাক্সি/অটোরিক্সা, ইজিবাইক ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, কার, বাস-ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রবিবার মধ্যরাত ১২টা থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২৯ মার্চ এ দুটি আসনের উপনির্বাচনে জন্য তারিখ নির্ধারিত ছিল। মার্চের ৮ তারিখ থেকে দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে।

এরপর থেকে করোনা প্রভাব বাড়তে থাকায় নির্বাচন এক সপ্তাহ আগে চট্টগ্রাম সিটি নির্বাচনের সঙ্গে এ দুটি আসনের নির্বাচনও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। আইন অনুযায়ী সংসদীয় কোন আসন শূন্য ঘোষণা করার দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে ‘সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোন দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুটি আসনের উপনির্বাচনের জন্য দ্বিতীয় মেয়াদের ৯০ দিনের মেয়াদও শেষ হওয়ার পথে।

কারণে সাংবিধানিক বাধ্যবধকতার কারণে আজ ভোটগ্রহণের জন্য দিন ধার্য করেছে ইসি। আগামীকাল ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে ইসিতে লিখিতভাবে এ দুটি আসনের উপনির্বাচন আারও পেছানর দাবি জানানো হয়েছে। না পেছালে এই দুটি আসনের উপনির্বাচনে বর্জনের ঘোষণা দেয় তারা। তবে বিএনপি দাবি করলেও নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই বলে আগেই জানিয়ে দিয়েছে ইসি। ইসি সচিব মোঃ আলমগীর বলেন, নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। কেননা, এখন নির্বাচন পেছালে সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা যাবে। তিনি বলেন, কোন আসন শূন্য হলে তার পরবর্তীতে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। দৈব-দুর্বিপাকের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও ৯০ দিন সময় নিতে পারে। সেই সময়ও পার হয়ে গেলে সুপ্রীমকোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এই সময়ের মধ্যে ভোট না করলে রাষ্ট্রের যেকোন ব্যক্তি সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করতে পারে। আর সংবিধান লঙ্ঘনের শাস্তি খুব মারাত্মক। মৃতুদ-ও হতে পারে। কাজেই এ দায়িত্ব আইন মন্ত্রণালয় এবং কমিশন কেউ নেবে না।

যশোর-৬ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন। মোট ভোটকেন্দ্র ৭৯ ভোট কক্ষ ৩৭৪। বগুড়া-১ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খিলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি ও একজন স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করছেন। এ আসনের মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন মোট ভোট কেন্দ্র ১২৩ এবং ভোট কক্ষ ৭১০টি। যশোর-৬ আসনে সরকারী দলের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গত ২১ জানুয়ারি এ আসনটি এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন শূন্য হয়।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…

March 3, 2024

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024
Sponsored