সাম্প্রতিক শিরোনাম

লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ বাম গণতান্ত্রিক জোটের

লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, দেশে যখন করোনায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, তখন সরকারের নিজের গঠিত করোনা মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির মতামত না নিয়ে লকডাউন প্রত্যাহার সরকারের চরম স্বেচ্ছাচারী পদক্ষেপ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাম জোটের সমন্বয়ক, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজসহ জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এ মন্তব্য করেছেন। তারা বলেছেন, সরকারের অপরিকল্পিত ও অদূরদর্শী এই সিদ্ধান্তে করোনা সংক্রমণ গ্রাম-শহরে সর্বত্র ছড়িয়ে পড়বে; জেলা-উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রতুলতা মৃত্যুর মিছিলই বাড়াবে। কঠোর লকডাউনেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন লকডাউন তুলে নেওয়া চরম আত্মঘাতি সিদ্ধান্ত।

জাতীয় পরামর্শক কমিটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত ছিল কমপক্ষে আরো ২/৩ সপ্তাহ কঠোর লকডাউন বিধিনিষেধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সেখানে বিশেষজ্ঞ মতামত উপেক্ষা করে গৃহীত সিদ্ধান্ত সংক্রমণ ও মৃত্যুকে বাড়িয়ে তুলবে।

বিবৃতিতে লকডাউন প্রত্যাহারের অবিবেচক সিদ্ধান্ত বাতিল করে লকডাউন কার্যকর করা, শ্রমজীবী হতদরিদ্র মানুষকে এক মাসের খাদ্য ও নগদ ৫০০ টাকা দিয়ে ঘরে রাখা; প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে দ্রুত করোনা টিকা প্রদান, দৈনিক কমপক্ষে এক লক্ষ করোনা টেস্ট; গ্রাম-ইউনিয়ন পর্যন্ত করোনা টেস্টের ব্যবস্থা; উপজেলা পর্যায়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় ফিল্ড হাসপাতাল স্থাপন, সকল জেলাসমূহের হাসপতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, হাইফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ বেড ও সাধারণ শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক-নার্সসহ পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ করে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...