আজ ৩১ শে মে হতে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউন শিথিল করা হয়েছে। আর এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। আর এখন থেকে মাস্কবিহীন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে সেটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরে একটি সার্কুলার জারি হয়।
মাস্ক না পড়লে সেই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা বা ৬ মাসের জেল দেয়া হবে। কোনও কোনও ক্ষেত্রে উভয় দন্ডে দন্ডিত হওয়ার আশংকাও রয়েছে। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধির যে কোনও একটি উপেক্ষা করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল জরিমানার বিধান করা হয়েছে।
আদেশে বলা হয়, বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্কসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কেউ যদি তা না মানেন তবে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ( ২০১৮ সালের ১৯ নং ধারা) এর ধারা ২৪'(১), (২) ও ধারা ২৫(১)ঃ(ক,খ) এবং ধারা ২৫ (২) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেল প্রশাসন এটি বাস্তবায়ন করবে।
আদেশে আরও বলা হয়, রাত ৮ ঘটিকা হতে ভোর ৬ ঘটিকা পর্যন্ত ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ক্রয়- বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, মৃতদেহ দাফন কিংবা সৎকার ব্যতিরেকে অর্থাৎ অতি জরুরি কাজ ছাড়া কেউই ঘরের বাইরে যেতে পারবেন না। এবং সবকিছু খুলে দেওয়ার পরেও অপ্রয়োজনীয়ভাবে কেউ বাড়ির বাইরে গেলে তার বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জেল কিংবা জরিমানার বিধান করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment