আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া ১১ জন আহত হয়েছেন এবং একজন পালিয়ে এসেছেন। পালিয়ে আসা ওই ব্যক্তি একটি ফার্মেসি মালিকের বাড়িতে আশ্রয় নিয়ে আমাদের দূতাবাসে জানান।
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করে দেশটির সরকারের কাছে দোষীদের বিচার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ। শুক্রবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মিশন তাৎক্ষণিকভাবে ত্রিপোলি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের বলেছে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। জীবিত ১১ বাংলাদেশির মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর থেকে গুলি বের করার চেষ্টা করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের মাধ্যমে হয়তো আমরা পাচারকারীদের সম্পর্কে তথ্য পাবো।
এর আগে গত বৃহস্পতিবার লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যা করে পাচারকারী দল। যার মাঝে ১১ জন চিকিৎসাধীন থাকলেও ৫ জনের অবস্থা আশংকাজনক।