শিবির থেকেই দেশে জঙ্গিবাদের উত্থান হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল।
আজ ১১ মার্চ বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত “জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস ও সংঘাত প্রতিরোধে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা” শীর্ষক প্রামাণ্যচিত্র “হ্যাকেনস জ্যার্নি টু পিস”র উদ্বোধনী প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশে শিবিরের মাধ্যমে জঙ্গিবাদের শুরু হয়।শিবির দেশে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা ছাড়া কেউ কখনও পায়ের রগ কাটেনি। শিবির থেকেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়।আমরা বিদেশিকে হত্যা করার দৃশ্য দেখলাম, পুরোহিতকে হত্যার দৃশ্য দেখলাম, বান্দরবানের এক বৌদ্ধ ভিক্ষুর হত্যার দৃশ্য দেখলাম, ধর্মযাজককে হত্যা চেষ্টার দৃশ্য দেখলাম, শিয়া মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে হত্যার দৃশ্য দেখলাম। সবগুলোর সূত্র একই।
তিনি আরো বলেন,শিবির এদেশে জঙ্গিদের উত্থান ঘটাতে চেয়েছিল। এরপর আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে আমাদের দেশকে যুক্ত করার প্রচেষ্টাও আমরা দেখেছি।সেদিন আমরা দেখেছিলাম মা তার জঙ্গি ছেলেটিকে আমাদের হাতে তুলে দেয়ার দৃশ্যটিও। আর জঙ্গিকাণ্ডে যারা নিহত হয়েছিলেন আত্মীয়-স্বজন তাদের স্বীকার করেননি। এমনকি নিহত জঙ্গিদের লাশও তার পরিবার গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণ কখনওই জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি আর কখনো দেবেনও না।