শিবচরের কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এদিন নৌ প্রতিমন্ত্রী কাঁঠালবাড়ি ঘাট প্রায় দুই কিলোমিটার দূরে বাংলা বাজার এলাকায় স্থানান্তরের জায়গাও পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, শিবচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবির হোসেন, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন, কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ব্যবসায়ী মো. সজিব হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ঘাটে এখনো অচলাবস্থা তৈরি হয়নি। সংকট চলছে। সংকট নিরসনে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রকৃতির সাথে তো আর যুদ্ধ করা যায় না। এই তীব্র স্রোত, বন্যা, উপর থেকে পানি নেমে আসা আমরা যতটুকু পারছি নিয়ন্ত্রন করে নৌপথ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্ঠায় কোনো ত্রুটি নেই।