শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদে বিশেষ দোয়া মোনাজাত

শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া মোনাজাত ও কোরআনখানী অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্ব স্ব বিভাগ/জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়েছে।

রবিবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।