বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তাঁর পুত্র সাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাণের-৭১ কেন্দ্রীয় নেতা আহাম্মেদ জামাল। তিনি সকল মুসলমানদের জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা । ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
বৈশ্বিক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি করোনাভাইরাসের মহামারিতে এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা সকলে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।তিনি যেন সহায় হয়ে আমাদের এ মহামারী থেকে মুক্ত করেন।