সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সংসদ ভবন এলাকায় দুটি গাছের চারা রোপণ করেছেন।
জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে স্পিকারের উদ্যোগে সংসদ ভবন এলাকায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হচ্ছে।
প্রধান বৃক্ষপালনবিদ শেখ মো. কুদরত-ই খুদাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।