করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার উল্টো পথে হাঁটছে বলে দাবি করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, কঠোর লকডাউনের মধ্যেই করোনা সংক্রমণ ও মৃত্যু যখন ভয়ানক ঊর্ধ্বগতিতে তখন বাস্তবে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি আত্মঘাতী ও বিপজ্জনক। সরকারের এ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো শোচনীয় করে তোলার আশঙ্কা তৈরি করেছে।
সর্বাত্মক লকডাউনের পর স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত ও সুপারিশ অগ্রাহ্য করে ১৫ জুলাই থেকে অপরিকল্পিতভাবে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে দেশের জনগণ আরো বিপদগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরিবর্তে উল্টো আগামী কদিন সামাজিক মেলামেশার মধ্য দিয়ে গোটা বাংলাদেশই করোনার হটস্পটে পরিণত হবে। যা মানুষের প্রাণহানির ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে।
পার্টির সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একটি দুর্যোগকালীন অভাবী মানুষের দায়িত্ব নিতে পারায় সরকার এখন দেশের মানুষকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে। সরকারের এসব হঠাকারী পদক্ষেপের অর্থ হচ্ছে যে যেভাবে পার বাঁচো। এটা সরকারের দায়িত্বহীনতার আরো একটি উদাহরণ।
মানুষের জীবনের পাশাপাশি নিশ্চয় জীবিকা রক্ষায় মনোযোগ দিতে হবে। মহামারিকালে জীবিকা রক্ষায় সরকারের বহুমাত্রিক ভূমিকা নিশ্চয় গুরুত্বপূর্ণ। এ জন্য এই দুর্যোগকালে সরকারকেই অভাবী সাধারণ মানুষের দায়িত্ব নিতে হবে। তাদের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
স্বেচ্ছাচারী পন্থায় অপরিকল্পিতভাবে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। একই সাথে তিনি টিকা প্রদান কার্যক্রম আরো জোরদারের পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণেও জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment