সরকার যদি করোনা অ্যান্টিবডি টেস্ট চালুর অনুমতি দিত তাহলেও বড় সুনাম হতো দেশের: ডা. জাফরুল্লাহ

দেশের ৯২তম প্রতিষ্ঠান হিসেবে আরটিপিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের পরীক্ষা শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের করোনা রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা টেস্ট ও গবেষণা একই সঙ্গে চালিয়ে যাব। এ ক্ষেত্রে আমরা সবার আগে মনোযোগ দিয়ে থাকি মানের দিকে।

সারা বিশ্বে বাংলাদেশের ওষুধের সুনাম আছে আমাদের ওষুধনীতির কারণে। সরকার যদি এবার করোনা অ্যান্টিবডি টেস্ট চালুর অনুমতি দিত তাহলেও বড় সুনাম হতো দেশের।

বিএসএমএমইউ সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, গণস্বাস্থ্য কিটের উদ্ভাবক অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীলসহ অন্যরা বক্তব্য দেন।