সাম্প্রতিক শিরোনাম

সোহরাওয়ার্দীর চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত!

একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে।

এই হাসপাতালের চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এজন্য কয়েকটি বিভাগের কার্যক্রম সীমিত করা হয়েছে। অবরুদ্ধ অবস্থায় আছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া গতকাল সংবাদ মাধ্যমে বলেন, এখন পর্যন্ত হাসপাতালের ৪০ জন চিকিৎসক, ৭ জন নার্স এবং ১০ জন কর্মচারী কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

“তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া অন্যদের স্ক্রিনিং করা হচ্ছে।”

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে অ্যানেস্থেসিয়ার তিনজন চিকিৎসকও আছেন। এ কারণে ওই বিভাগে সীমিত আকারে কার্যক্রম চালানো হচ্ছে। এর প্রভাব পড়েছে অন্য বিভাগেও।
“যারা আক্রান্ত হননি তারা গাইনি, সার্জারি বিভাগের কার্যক্রম সীমিত আকারে চালু রেখেছেন।”
শিশু বিভাগের পাঁচ থেকে ছয়জন চিকিৎসক আক্রান্ত হওয়ায় শিশু আন্তঃবিভাগে রোগী ভর্তি বন্ধ আছে। এই বিভাগের চিকিৎসকের কোয়ারেন্টিনে শেষ না হওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে।

তবে বহির্বিভাগে রোগী ভর্তি করা হচ্ছে বলে জানান উত্তম বড়ুয়া।

তিনি বলেন, “আইসিইউতে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এই বিভাগের আক্রান্ত চিকিৎসকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

“আইসিইউ কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার হওয়ায় এটা আগে থেকেই বন্ধ ছিল। এখনও বন্ধ আছৈ। এটা ডিজইনফেক্টেন করার পর তা চালু করব। ডিজইনফেক্টেন প্রক্রিয়া, ভেন্টিলেশনের কিছু কাজ আছে এগুলো শেষ করে আগামী সপ্তাহে চালু করে দেব।”

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...