স্বাস্থ্যবিধির অনিয়ম কিংবা বাড়তি ভাড়া আদায়ে গণপরিবহনের নিবন্ধন বাতিলের নির্দেশ

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিনিষেধ না মানলে এবং বাড়তি ভাড়া আদায়ে গণপরিবহনের রেজিষ্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চিঠি পাঠায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নিকট।

যারা গণপরিবহনের বাড়তি ভাড়া আদায় করছে তাদের গণদুশমন বলে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মংগলবার তিনি বলেন, যারা সরকারের সাথে করা প্রতিশ্রুতি ভংগ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।