দেশের হাওর অঞ্চলের প্রায় ৭৭ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের বরাত দিয়ে তিনি জানান, হাওরে এরইমধ্যে প্রায় ৭৭ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১০ ভাগ এবং ১৩ ভাগ বোরো ধান এখনো পাকেনি। এছাড়া সারাদেশে ১৬ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে, হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ সাতটি জেলায় এ বছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।
এদিকে এর আগে করোনা পরিস্থিতির কারণে হাওরে বোরো ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়। এতে অনিশ্চয়তায় পড়েন চাষিরা। পরে কৃষি মন্ত্রণালয়সহ প্রশাসনের সহায়তায় বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে শ্রমিক হাওর অঞ্চলে পাঠানো হয়।