১০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির ২৯২ কোটি টাকা বিতরণ বিকাশে।
সারাদেশে ৯ লাখ ৯১ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে উপবৃত্তির ২৯২ কোটি ২৪ লাখ ৯২ হাজার টাকা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। সমন্বিত শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় এসব টাকা দেয়া হবে। এ কাজের সহযোগিতা করবে অগ্রণী ব্যাংক।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সমন্বিত শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৮ ও ২০১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২৬টি উপজেলার ১০ হাজার ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ লাখ ৯১ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে।
এখন থেকে সরাসরি সুবিধাভোগীদের হাতে উপবৃত্তির টাকা যাবে। মধ্যস্বত্বভোগীরা কোনো সুবিধা পাবে না। দেশ ডিজিটাল হওয়ার কারণে এভাবে উপবৃত্তি প্রদান সম্ভব হয়েছে। এখন থেকে আর ম্যানুয়াল পদ্ধতিতে উপবৃত্তি দেয়া হবে না।