১১ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ থাকবে। শ্রমিকরা বেতন – ভাতা সব পাবে বলে জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, পোশাক শিল্পের মালিকদের প্রতি অনুরোধ থাকবে সরকার প্রদত্ত নিয়মাবলী ও নির্দেশনা অনুসরন করার জন্য। করোনা ভাইরাস মোকাবিলায় জনগনের কল্যানে সরকার গার্মেন্টসগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গার্মেন্টস মালিকরা সহযোগীতা করলে এই পরিকল্পনা ও করোনা মোকাবিলা সহজ হবে। তিনি বলেন সরকারের নির্দেশনা অনুসরন করলে আমাদের বিশ্বাস মহামারি করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে অনেকটা নিরাপদ থাকবেন।