শনিবার গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলায় ১৩০০ দুঃস্থ নারীকে দুই হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। নারীদের নগদ অ্যাকাউন্টে উপহারের টাকা পাঠিয়ে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়। এছাড়া প্রত্যেকে অতিরিক্ত ৩৫ টাকা করে পেয়েছেন নিজেদের নগদ অ্যাকাউন্টে।
এছাড়া কিছুদিন আগে করোনাভাইরাস মহামারীতে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী। সেখানে ১৭ লাখ পরিবারকে অনুদানের অর্থ পাঠানো হয় ‘নগদ’ এর মাধ্যমে। ক্যাশ আউট খরচের বড় একটি অংশ ‘নগদ’ বহন করেছে।