আগামী বছরের শুরুতে চাকরি সরকারি হচ্ছে জাতীয় করণকৃত ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তারা দীর্ঘ ১৮ মাস পর সরকারি হতে যাচ্ছে।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২০১৮ সালের আগস্টে ৩০৩টি বেসরকারি কলেজকে জাতীয়করণ করে সরকার। এরপর প্রায় দেড় বছর সময় পার হলেও এসব কলেজের শিক্ষকদের চাকরি সরকারি হয়নি।
শিক্ষকদের অভিযোগ, নানা জটিলতায় তাদের ফাইল দীর্ঘদিন ঘরে আটকে আছে। জাতীয়করণকৃত অনেক শিক্ষকই অবসরে চলে যাচ্ছেন। তাই কোনো সুবিধাই তারা পাচ্ছেন না। অন্যদিকে শিক্ষার্থীরাও এর কোনো সুফল পাচ্ছে না।
সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম জানান, প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মচারী এখনো সরকারি হয়নি। তারা বঞ্চিত হচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা থেকেও। এছাড়া প্রায় দশলাখ শিক্ষার্থী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ প্রতিষ্ঠান সরকারি হলেও আয়-ব্যয় বেসরকারি নিয়মেই পরিচালিত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির জানান, শিক্ষকদের চাকরি সরকারিকরণের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। এর শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ নানান ধাপ সম্পন্ন করেই এটার প্রক্রিয়া শেষ হয়। আপাত মনে হতে পারে এটি দীর্ঘসূত্রিতা, আসলে কিন্তু তা নয়। তবে চলতি মাসেই যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিগগিরই চাকরি সরকারীকরণ করা হবে বলে জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুযায়ী সবকাজ পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নিয়োগে ত্রুটি না থাকলে কারো চাকরি ঝুঁকিতে পড়বে না।