জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার।
২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চ এ দিনটিকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। দিনটিসহ এ বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। প্রতি বছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মশত বার্ষিকির এ দিনটিকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেন।