১৯৬৬ সনে ছয় দফা ও আইয়ুব বিরোধী আন্দোলনের প্রাক্কালে তখন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের প্রধান শিক্ষক। ৭০ এর নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া ত্রিশাল আসন থেকে এম. এন. এ নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীনের পরে গঠিত গণপরিষদের সদস্য ছিলেন তিনি।
১৯৭৩ সালে প্রথম সাংসদ হিসেবে সেই আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম সংসদে নজরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন।
এই বীরের আত্নত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেন। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামে মংগলবার দাফন করা হয়েছে।