সাম্প্রতিক শিরোনাম

৯৯৯-এ কল পেয়ে ২০ মিনিটের মধ্যেই চোরাই গাড়ি উদ্ধার

৯৯৯-এ কল পেয়ে ২০ মিনিটের মধ্যেই চোরাই গাড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ঘটনায় কবির হোসেন (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে,সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান যে, তার প্রাইভেটকার চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ থেকে প্রাইভেটকার চুরির ঘটনাটি জানানো হয় ট্রাফিক কন্ট্রোল রুমে।

সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে খবর প্রাপ্তির পর পরই ট্রাফিক তেজগাঁও বিভাগের সব ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধারে তাদের তৎপরতা শুরু করেন।

সোয়া ৭টার দিকে বিজয় সরণি এলাকায় তখন দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট হুমায়ূন রশিদ।

তিনি বলেন, খবর পেয়ে বিজয় সরণির উড়াল সড়কের কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের নম্বরের সঙ্গে হারিয়ে যাওয়া গাড়ির নম্বরের মিল রয়েছে। দেরী না করে তাৎক্ষণিক চালককে গ্রেপ্তারসহ প্রাইভেটকারটি নিজ হেফাজতে নেন তিনি।

ফলে গাড়ি চুরির খবর পাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চালকসহ গাড়িটি তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

জানতে চাইলে তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। গাড়িটি প্রমাণ সাপেক্ষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্দেহভাজন আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...