বিশ্বের এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় প্রমোদতরী এবং ভারী জাহাজ হিসেবে আলোচিত হয়েছে ‘হারমনি অব দ্য সিস’। কেও যদি ভাসমান শহর বলেন এই জাহাজটিকে তাতেও ভুল হবে না।
চোখ ধাঁধানো ‘হারমনি অব দ্য সিস’ জাহাজের উদ্বোধন করা হয় ২০১৮ সালের ৩১ শে মার্চ। নির্মাণ ব্যয় ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার , যা বাংলাদেশি অর্থ মূল্য ১১ হাজার ৪০২ কোটি টাকা।এরকম ৩টি জাহাজের মূল্যে ১টি পদ্দাসেতু নির্মাণ ব্যয়ের সমান। সমূদ্রের মাঝে একটি অভিজাত সাম্রাজ্যের ন্যায় ‘হারমনি অব দ্য সিস’।
জাহাজটির উচ্চতা ৭২.৫ মিটার এবং দৈর্ঘ্য ৩৬১ মিটার এ ধরনের তিনটি জাহাজের দৈর্র্র্ঘ্য একএে এক কিলোমিটারের চেয়েও বেশি। জাহাজটি ৬ হাজার ৬৮০ জন যাত্রী বহন করতে সক্ষম।যাএীদের সেবার জন্য রয়েছে ২২০০ জন ক্রু এতে রয়েছে মোট ২ হাজার ৭৫৯টি বিলাসবহুল কেবিন , সেইসঙ্গে ২৮টি বারান্দা রয়েছে যেন ঘরে বসেই যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে । ২২টি বিভিন্ন ধরনের রেষ্টুরেন্ট ও বার,বারে রয়েছে রোবোটিক ওয়েটার। ‘হারমনি অব দ্য সিস’ জাহাজটিতে।
আরও রয়েছে ২৪ টি সুইমিংপুল,ওয়াটার পার্ক থিমপার্ক থিয়েটার , আইস স্কেটিং, সুসজ্জিত অত্যাধুনিক জিমনেসিয়াম,২০০০০ গাছের বাগান,গেমিং জোন লাইব্রেরি,একদম মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে সাড়ে ১০ হাজারের বেশি উদ্ভিদও রয়েছে ‘হারমনি অব দ্য সিস’ জাহাজটিতে।সব মিলিয়ে অত্যাধুনিক ১টি ভাসমান শহর এই জাহাজটি। জাহাজটি ঘণ্টায় ২২ নটিক্যাল মাইল যা ২৫ মাইল (৪১ কি.মি.) বেগে চলে। ৭দিন ভ্রমণের খরচ ৯৯,০০০ থেকে ২,১৮,০০০ টাকা।