ভারতে গ্রামের কুঁড়েঘরে শাবক প্রসব করেছে এক চিতা বাঘ। মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে এমন ঘটনা ঘটে। পরে একে একে শাবকগুলো জঙ্গলে নিয়ে গেছে মা বাঘটি।
বাঘিনী উল্টো স্বভাবের। রাতের বেলা ওর শাবকেরা জেগে থাকে বলে তখন সে ওদের খাওয়ায়, আর দিনের বেলা শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। বাঘিনীটি খুবই নম্র স্বভাবের। সে বন বিভাগের কিংবা গ্রামবাসীর কারো কোনো ক্ষতি করেনি।
আরও পড়ুন…
- পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী
- ২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক
- ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন
স্থানীয় বন কর্মকর্তা তুষার চেভান জানান, বর্ষাকালে বনাঞ্চল স্যাঁতস্যাঁতে ও হিমশীতল থাকায় সন্তান জন্ম দিতে চিতা বাঘটি ওই গ্রামে এসেছিল।
তিনি আরো জানান, মা বাঘ ও তার চার শাবক সুস্থ আছে। ওদের প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যেন ওদের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হতে পারি। চিতা বাঘ সাধারণত দিনের বেলা ঘুমিয়ে কাটায় আর রাতে শিকার করে।