সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদী জেলা চাই

প্রস্তাবিত ঈশ্বরদী জেলার বিবরণঃ
আটঘরিয়া, ঈশ্বরদী, লাল পুর উপজেলা অন্ঝল।বড়াইগ্রাম থানার গোপাল পুর (রাজাপুর) ইউনিয়ন, চাটমোহরের ডি বি গ্রাম ইউনিয়ন সমৃহ ঈশ্বরদী জেলা ।
মুলাডুলি থানা হবে – মুলাডুলি ইউনিয়ন( ঈশ্বরদী থানার অংশ), গোপাল পুর ইউনিয়ন(বড়াইগ্রাম থানার অংশ), দুয়ারিয়া ইউনিয়ন (লাল পুর থানার অংশ), মাঝঁ পাড়া ইউনিয়ন( আটঘরিয়া থানার অংশ),ডি বি গ্রাম ইউনিয়ন(চাটমোহর থানার অংশ) । সমন্নয়ে মুলাডুলি থানা গঠিত হবে।
জাতীয় সংসদের সংসদীয় আসন অনুযায়ী পাবনা-নাটোর জেলার সংসদীয় আসন একটি করে দুটি আসন কমবে।
যা ৭১ পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া।
৫৮ নাটোর-১ লাল পুর-বাগাতি পাড়া ।
ঈশ্বরদী জেলা হবে,
৭১ ঈশ্বরদী-১ সদর- লাল পুর ।
(৬১ নাটোর -৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর পরিবর্তে) ৬১ ঈশ্বরদী-২ আটঘরিয়া-মুলাডুলি সংসদীয় আসন ।
৭২ পাবনা-সদর ৫ এর স্হলে হবে, পাবনা-সদর ৪ সংসদীয় আসন।
বাগাতিপাড়া থানা যুক্ত হয়ে হবে,
৬১ নাটোর-৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর (৫৮ নাটোর-১ লাল পুর-বাগাতিপাড়া এর স্হলে হবে) ৫৮ নাটোর-১ বড়াইগ্রাম-গুরুদাসপুর-বাগাতি পাড়া সংসদীয় আসন ।
কেন ঈশ্বরদী জেলার প্রয়োজন
ঈশ্বরদী তে সরকারের গুরুত্ব পৃর্ণ বিভিন্ন প্রকল্প রয়েছে ।
যেমন,
রুপপুর পারমানবিক বিদু ্যৎ প্রকল্প, ডাল গবেষণা কেন্দ্র, ইক্ষু গবেষণা কেন্দ্র, রেশম তুলা গবেষণা কেন্দ্র, পাকশী রপ্তানি জাত প্রক্রিয়া অন্ঝল।
পাকশী রেলওয়ে বিভাগিয় অফিস,ঈশ্বরদী বিমান বন্দর,ঈশ্বরদী জংসন, ঈশ্বরদী বেনারশি পল্লী, পাকশী জোড়া সেতু সহ আটঘরিয়া প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় বিধায় ।
বহুসংখক বিদেশি দক্ষ জনশক্তি এই অন্ঝলে উপস্হিত। ও ভৌগলিগ ভাবে গুরুত্ব বহন করে
তাই,
অবকাঠামো উন্নয়ন,প্রসাশনিক সুবিধা সহ জন নিরাপত্তার সার্থে ঈশ্বরদী জেলার প্রয়োজনীয়তা রয়েছে ।
মুলাডুলি থানা গোপাল পুর ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়ন, মাঝঁ পাড়া ইউনিয়ন, ডি বি গ্রাম ইউনিয়ন সমৃহের কেন্দ্র স্হল মুলাডুলি ।
সুতরাং জনসাধারণের সাস্থ্য সেবা হতে শুরু করে প্রসাশনিক এবং জন নিরাপত্তা ,অবকাঠামো উন্নয়ন ,শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন ঘটবে।
তাছাড়া গ্রাম হবে শহর বাস্তবে রুপনেবে।
৭১ ঈশ্বরদী -১ ঈশ্বরদী সদর-লাল পুর সংসদীয় আসন হলে ।এই অন্ঝলের যে,অবকাঠামো উন্নয়ন, আর্থ সামাজিক ,রাজনৈতিক ,শিক্ষা- সংস্কৃতিক ও প্রসাশনিক সেবা নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত দূরত্ব বাস্তবায়িত হবে ।
বিশেষ করে পারমানবিক প্রকল্প রয়েছে ঈশ্বরদী তে ।
৬১ ঈশ্বরদী-২ আটঘরিয়া-মুলাডুলি ।সংসদীয় আসন হলে আর্থ সামাজিক, রাজনৈতিক বৈষম্য মুক্তি পাবে।সরকারের উন্নয়ন, সেবা নিশ্চিত, শিক্ষা বিস্তারে ও জনগনের মাঝে সম-বন্টন দূরত্ব সময়ে পৌছাবে।
তাছাড়া গ্রাম হবে শহর বাস্তবে রুপ নেবে।
বাগাতি পাড়া থানা ঈশ্বরদী-জেলায় থাকলে ভাল হতো –
তথাপি আমার প্রস্তাবে বাদ দিয়েছি কারণ বাগাতি পাড়া থানা নাটোর শহরের সন্নিকটে ।বাগাতি পাড়া থানা জনগনের নাটোর জেলা’ই সুবিধে।বাগাতি পাড়া থানা ঈশ্বরদী জেলায় যুক্ত হলে জনগনের মতামত হতো উপেক্ষিত।

মতামতঃ সমিত জামান

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...