সাম্প্রতিক শিরোনাম

এগুলো কি বাড়াবাড়ি নয়?

কোনটা বাড়াবাড়ি সংশ্লিষ্টদের জানতে হবে। লজ্জাজনক, শ্রমজীবি মানুষের খাবারের জন্য পথ খুজতে হবে তা বুঝার ক্ষমতা থাকতে হবে।


যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবি মোবাইলে ধারণ করেন।

এ সময়, পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাস্তি হিসেবে তাদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। তিনি নিজে আবার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এরপর, একজন বৃদ্ধ ভ্যান চালককেও অনুরূপভাবে কান ধরে দাঁড়িয়ে থাকার সাজা দেন। এ ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই বয়স্ক নাগরিকদের এভাবে সাজা দেয়াটাকে মেনে নিতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের এমন দণ্ড প্রদানকে প্রশ্নবিদ্ধ করেছেন। পাশাপাশি, এই ছবি সরকারি ওয়েবসাইটে আপলোডের পর সংশ্লিষ্টদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, সরকারি ওয়েবসাইটে এই ছবি দেয়ার ব্যাখ্যা জানতে চেয়ে ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। সত্যিই কি সরকারি ওয়েবসাইটে দেয়া অনেক গুরুত্বপূর্ণ ছিলো? ভ্রাম্যমাণ আদালতের এমন দণ্ড প্রদানকে প্রশ্নবিদ্ধ করেন নি? আবার এই ছবি সরকারি ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে সংশ্লিষ্টরা মানসিক অসুস্থতা প্রমাণ করছেন না নিজেদের?

সরকার শ্রমজীবিদের এই কঠিন অবস্থায় সহায়তার ঘোষণা দিয়েছে যা নিতান্তই প্রশংসনীয়। মধ্যম আয়ের দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় যেসব উদ্যোগ গ্রহন করেছেন বর্তমান সময়ে অন্য কোনো সরকার প্রধান হলে এটি যে পারতেন না সেটা সাধারন মানুষ বুঝে। শেখ হাসিনা গরিবদের বিনামূল্য খাবার সরবারাহের ঘোষণা দিয়েছেন। কিন্তু সবার কাছে তা পৌঁছায় না বিভিন্ন কারনে।

ভ্রাম্যমান আদালত যেটির সাথে আমরা এখন অনেক পরিচিত। এই ভ্রাম্যমান আদালত না থাকলে বির্তমানে ভেজাল খাদ্য বন্ধ করা অনেকটা অসম্ভব হয়ে যেতো। বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে এই ভ্রাম্যমান আদালত আজ মানুষের আস্থার অন্যতম একটা স্থান। কিন্তু সাধারন জ্ঞান তো এই ভ্রাম্যমান আদালতের থাকা বাঞ্চনীয় তাইনা?

করোনা মহামারি, এই মহামারি সংক্রমণ রোধে সেনা, পুলিশ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করতে নিরলস কাজ করে যাচ্ছে। গণজমায়েত প্রতিরোধে প্রশংসনীয় উদাহরণ রাখছে তারা। কিন্তু সাধারন জ্ঞান খরচ করেই তো প্রশাসন বিচার করতে পারে কাকে কি শাস্তি দেয়া যায়? বয়োবৃদ্ধ কে কান ধরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিংবা ম্যাজিস্ট্রেট এর নিজের হাতেই ছবি তোলা এটা কি নিতান্তই জ্ঞান শূন্য কর্মকান্ড নয়?

অপরাধের শাস্তি হবে, কিন্তু ছবিই বলে দেয় কোনটা সঠিক আর কোনটা ভুল। সরকারের গণপ্রশাসনিক কোনো দায়িত্ব নেয়ার আগে এই হিতাহিত জ্ঞানটুকু তো অর্জন করতে হয় অবশ্যই। হয়তো আমরা ভুল কিন্ত যাদের এভাবে কান ধরিয়ে ছবি তোলা হয়েছে বয়সের দিক বিবেচনায় সেটা কতটা শুদ্ধ প্রশ্ন রইলো!

(মতামত কলামে প্রকাশিত যেকোনো লেখা লেখকের একান্ত ব্যক্তিগত, তার জন্য সংবাদ কর্তৃপক্ষ দায়ী নয়)

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...