বিভাগ মত-দ্বিমত

তবে কি ইদলিবই হবে এরদোগানের কাল্পনিক নব্য ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার সমাধিক্ষেত্র?

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

ইদলিব প্রশ্নে সম্পূর্ণ বিশ্লেষনের পূর্বে ইদলিবের অতীত ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা যাক । সিরিয়ার ইদলিব শহরটি সিরিয়ার মূল অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ৷ বিচ্ছিন্ন বলার কারণ আলেপ্পোর পরে ইদলিবই হচ্ছে ঐতিহাসিকভাবে আসাদ-বিরোধীদের প্রাণকেন্দ্র ।

আইএস-বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ এর প্রথমদিক পর্যন্ত তুরস্ক , তুরস্ক সমর্থিত মিলিশিয়া ( ফ্রি সিরিয়ান আর্মি , হায়াত আশ শাম আল তাহরীর ) , কুর্দি গেরিলা সংগঠন ( এসডিএফ , পিকেকে , ওয়াইপিজি ) এবং ইরান ( কুদস ফোর্স ) ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া ( হিজবুল্লাহ , পিএমএফ ) , রাশিয়া এবং সিরিয়ার সেনাবাহিনী ( টাইগার ফোর্স ) একযোগে সাড়াশি অভিযান শুরু করে যার মাধ্যমে কার্যত আইএসের দখলদারিত্বের পতন ঘটে । তবে এই আইএস বিরোধী যুদ্ধে সবচেয়ে লাভবান হয় তুরস্ক কারন সিরিয়ার ইদলিব সহ সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী বিশাল অংশ তুর্কি সমর্থিত বাহিনীর কন্ট্রোলে আসে ।

আইএস বিরোধী যুদ্ধের পরপরই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক ব্যাপক পরিবর্তন আসে । তুরস্কে ব্যার্থ সেনাবিপ্লবে অভিযুক্ত হয়ে পদ হারায় হারায় হাজারো অফিসার । সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে তুরস্কের বিমানবাহিনী । প্রায় ৮০ শতাংশ পাইলটকে অব্যহতি দেওয়া হয় । এই বিপ্লবের জেরে তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকে । এই বিপ্লবের পর ঐতিহাসিক শত্রু রাশিয়ার সাথে আপাত বন্ধুত্ব স্থাপিত হয় এবং রাশিয়া থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে সম্মত হয় । এর জেরেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এফ-৩৫ প্রোগ্রাম থেকে তুরস্ককে বের করে দেয় এবং তাদের উপর সর্বপ্রথম CAATSA আরোপ করা হয় ।

এরই মধ্যে ভু-রাজনৈতিক হাওয়া অন্যদিকে প্রবাহিত হয় । তুরস্ক তাদের দেশের সিরিয় শরনার্থীদের জন্য নিরাপদ আবাসস্থল গড়ার লক্ষে ইদলিবের আশেপাশে একটি নির্দিষ্ট এলাকা দাবী করে এবং স্বভাবতই কুর্দি সশস্ত্র গেরিলারা এই এলাকার দাবী প্রত্যাখ্যান করে । ফলে তুরস্ক তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে যায় এবং তাদের হটিয়ে ওই সীমানা পর্যন্ত এলাকা দখল করে । এই অভিযানে একটি গুরুত্বপূর্ণ বিশেষ বিষয় লক্ষনীয় । এই অভিযান চলাকালে কার্যত রাশিয়া-ইরান-সিরিয়া নীরব ছিল এবং এটা বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যে থাকা বেইজগুলো থেকে তুরস্ককে কুর্দি অবস্থানের বিষয়ে তথ্য সরবরাহ করছিল । তবে এই অভিযান সবচেয়ে সুফল বয়ে আনে এরদোগানের জন্য । খোদ তুরস্কে এরদোগান-বিরোধী শিবিরও এই অভিযান সমর্থন করেছিল ।

এই অভিযানের পরপর এই অঞ্চলের ভু-রাজনৈতিক হাওয়া আবার অন্যদিকে প্রবাহিত হওয়া শুরু করে । এই বছরের শুরুর দিকে সিরিয়ার দখলকৃত ভূমি তুরস্ক থেকে ফেরত চায় সিরিয়া এবং ইরান-রাশিয়া তাতে সমর্থন যোগায় । তুরস্ক সিরিয়ার দাবীতে রাজি না হয়ে দখলকৃত অঞ্চলে ভারী অস্ত্র মোতায়েন শুরু করে এবং প্রাথমিকভাবে সিরিয়ার সেনাবাহিনী এই অঞ্চল থেকে চলে যাওয়া শুরু করে । কিন্ত ইরান-রাশিয়ার সমর্থনে ঐ অঞ্চলে তারা আবারো শক্তিসঞ্চয় করে এবং তুরস্ক সমর্থিত গেরিলাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে । এই অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্কের হামলায় ৭০ এরও বেশি সিরিয় সৈন্য নিহত হওয়ায় রাশিয়া এই অভিযানে এগিয়ে আসে এবং রাশিয়ার হামলায় তুরস্কের ৬টি সামরিকযান সহ ১১ জন তুর্কি সেনা নিহত হয় ।

এখন প্রশ্ন হচ্ছে চলমান এই অভিযানে তুরস্কের উদ্দেশ্য সফল হবার সম্ভাবনা কত এবং ভবিষ্যতে এই অভিযান কিরকম ফলাফল বয়ে নিয়ে আসতে পারে । তুরস্কের সেনাবাহিনী আর তুরস্ক সমর্থিত মিলিশিয়ার বিপক্ষে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে রাশিয়া-ইরান-সিরিয়া জোটের বিপুল পরিমান সেনা এবং মিলিশিয়ারা । বিপুল পরিমান এই সেনার বিপক্ষে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ করা তুরস্কে পক্ষে আত্নহত্যার সামিল । এদিকে তুরস্কের সেনাবাহিনী এবং বিমানবাহিনীতে বিপুল পরিমান দক্ষ অফিসার এবং পাইলটের অভাব রয়েছে । তাই এ মুহুর্তে তুরস্কের পক্ষে এই অভিযান পরিচালনা করা আগুন নিয়ে খেলা করার মতো । এই অভিযানে সিরিয়ার ভিতর থাকা ২৫ টি সামরিক পোস্টের মধ্যে ৭টি দখল করে নিয়েছে রাশিয়া-ইরান-সিরিয়া জোট । তাই একরকম আগুন থেকে রক্ষার জন্য তুরস্ক নিজে থেকেই প্যারিসে ফ্রান্স এবং জার্মানির মধ্যস্থতায় রাশিয়ার সাথে আলোচনায় বসতে প্রস্তুত । অন্যদিকে হামলার তীব্রতা সহ্য করতে না পেরে তুরস্ক তাদের দূরে ঠেলে দেওয়া মিত্র আমেরিকা থেকে ইদলিবে প্যাট্রিওট ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের আহবান জানিয়েছে ।

পরিশেষের প্রশ্ন , এই অভিযান পরিচালনা এরদোগানের জন্য কতোটা আশঙ্কাপূর্ণ? মোটা দাগের নিচে দেখলে এই মূহুর্তে তুরস্কের সাথে কেউই নেই । এরদোগান দুই নৌকায় চলতে গিয়ে আরব লীগ , ন্যাটো , রাশিয়া সবারই আস্থা হারিয়েছে । অন্যদিকে খোদ তুরস্কে এরদোগান বিরোধী একটি তীব্র হাওয়া বইছে । তুরস্কের স্থানীয় প্রশাসন নির্বাচনে বিরোধীদের জয়জয়কার সেটিই বলে দিচ্ছে । এই অভিযানে সফলতা লাভ করলে শুধু এরদোগানেরই উত্থান হবে , আর ব্যর্থ হলে এরদোগান সমগ্র তুরস্ককে সাথে নিয়েই ডুববে।

তবে ইদলিব ইস্যুতেই কি এরদোগানের হঠকারিতার পতন ধ্বনি শোনা যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে ।

লেখকঃ সাকির ইমরোজ

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored