বিভাগ মত-দ্বিমত

দেশের উন্নয়ন আবশ্যক না দুর্নীতি?

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

চট্টগ্রামে মিটার গেজ লাইন বসানো হলো কত দিন হবে?হাজার কোটি টাকার প্রকল্পের লাইন যদি ভেংগেই ফেলতে হয়,তবে সে প্রকল্প নেয় কারা তাদের শিক্ষাগত যোগ্যতা টুকু কি?যাদের বাসায় কাজের লোক আছে তারা জানেন কাজের লোকেরা কোন সময় ফাকি দেয়,এমনকি তাদের বাসায় মেহমান আসলে হয়ত আপনার বাসা থেকেও টুকটাক আলু-বেগুন চুরি করে নিয়ে যায়।এটুকুই।খালা-মাসিদের শিক্ষাগত যোগ্যতা কম,তাই ভেবে নিলাম তাদের আচরন এবং কাজ খারাপ।এবার আসি শিক্ষিত “চোরদের” বেলায়।এ পেজের শিক্ষিত ফলোয়ার,লাইকার যাদের বাবা-মা হাই অফিশিয়াল,তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার বাবা-মা দুর্নীতি করেনা?একজন গরীব লোক চুরি করে আলু-বেগুন,চাল অথচ একজন শিক্ষিত লোক?কোটি কোটি টাকা।জানতে ইচ্ছে করে,তারা এই টাকা কবরে নিয়ে যাবেন কিনা??

চট্টগ্রামে মিটার গেজ রেল কর‍তে যে টাকা খরচ হলো,আর ভাংগতে যে টাকা যাবে তাতে কয়টা হাসপাতাল,কয়টা বিদ্যালয়,কয়টা এতিমখানা আর কয়টা ওল্ড হোম বানানো যায়?যে টাকা আমাদের জনগনের ট্যাক্সের, তা দিয়ে এই অর্থ-অপচয় করে কে জান্নাতে যাবে?? সত্য বলতে চোর-বাটপার বড়ঘরের আদরের দুলালি সন্তানদের আমি জীবনে মানুষ হতে দেখিনি।একজন ট্রাফিক পুলিশ রিক্সাওয়ালাদের থেকে জোর করে ২০ টাকা ছিনিয়ে নিয়ে সাময়িক বড়লোক হতে পারে কিন্তু তার পরিবারে কখনো তার বরকত নাজিল হয়না।এই সব জিডিপি এর উন্নয়ন দিয়ে কি হবে?যদি আমার ট্যাক্সের টাকা দিয়ে জুয়া খেলা হয়?যদি আমার ট্যাক্সের টাকা দিয়ে বালিশকান্ড,বিছানাকান্ড,জুয়াকান্ড,নারিকেল গাছ কান্ড কিংবা ২৬ কোটি টাকা বাড়ি কান্ড বা পাপিয়া কান্ড হয় তবে আমি কেন ট্যাক্স দেব?সরকার আমাক্র ফ্রি খাওয়াচ্ছেনা,ট্যাক্স,ভ্যাট আমার নিজের টাকায় ইনকাম করা।সরকার যদি সেই ট্যাক্সের টাকা মেরে খাওয়া বন্ধ করতে না পারে,সরকারের অধিকার নেই আমার কাছে ট্যাক্স চাইবার।আপনার এলাকায় রাস্তা ভাংগা?জনপ্রতিনিধিকে ধরুন,তার বাসায় একবার না হাজার বার যাবেন।কারন,ভোটের সময় এসব তথাকথিত জনপ্রতিনিধিরা আমাদের পেছনে দৌড়ায়।এরা আমাদের টাকায় বেতন ভোগ করে।গভমেন্টের আয়ের সোর্স কে?

উত্তর -জনগন।

গভমেন্ট আছে কার জন্য?

উত্তর-জনগন।

গভমেন্ট গেলে কে টিকে থাকবে?

তারো উত্তর -জনগন।

দল আসবে,দল যাবে,কিন্তু এই জনগন ই রয়ে যাবে।এটাও ক্ষমতাসীনদের মাথায় রাখা উচিত।দেশের উন্নয়ন হচ্ছে তা আমরাও স্বীকার করি।উন্নয়ন করার সাথে অনেকে পকেট ও ভরছে।দেশের উন্নয়ন এর জন্য আমরা ট্যাক্স দিচ্ছি।অন্যায় কারো পকেট ভরার জন্য দেইনি।গভমেন্ট সেক্টরে জব করে মুষ্টিমেয় লোক।তাদের সাথে প্রাইভেট সেক্টর এও মানুষ জব করে।আপনি বিসিএস ক্যাডার,তাহলে আপনার ব্যাংকে এক একাউন্ট খুলতে ২০ দিন আর অন্য ব্যাংকে ১ ঘন্টা কেন লাগবে?বিটিভি দিনের পর দিন লসে অথচ বেসরকারি চ্যানেল লাভে কেন চলবে?

সেসব প্রতিষ্ঠানে তো বিসিএস ক্যাডার নেই।দেশের সবচাইতে বড় মেধাবীরা আজ দেশের সবচাইতে বড় “রাক্ষসে” পরিনত হয়েছে।সম্পদের অসীম ক্ষুধা নিয়েও এদের পেট ভরার নাম নেই।আমাদের জানতে ইচ্ছে করে,এদের বাচতে কত টাকা দরকার।আমরা চালের ভাত খাই,এরা কি সোনার ভাত খায়?এদের পৌষ্টিকতন্ত্র কি সোনা হজম করে?

আমরা যারা রিকসাওয়ালা ১০ টাকা বেশী চাইলে গায়ে হাত তুলি,তারা কি একবার ও বুঝি এসব শিক্ষিত চোরদের তাদের জন্য কি শাস্তি দেয়া উচিত?কক্সবাজারে ভুমি জরিপ আর ভুমি অধিগ্রহণ নিয়ে দালালদের বাসায় কোটি টাকা পাওয়া যায়।জানতে ইচ্ছে করে এত ব্লাক মানি নিয়েও যখন মানুষ দিব্যি ঘুরে বেড়ায় তখন পুলিশ নামক বাহিনী যা মানুষের বন্ধু নামে পরিচিত তারা কি করে?

হাই প্রোফাইল সামরিক কেনাকাটায় যখন পার্সেন্টেজ খোজা হয় তখন দেশপ্রেম কই থাকে?দেশের প্রত্যেক সেক্টর দুর্নীতির ভারে ভারাক্রান্ত।হাজার হাজার কোটি টাকা লুটপাট হলেও যখন বিচারের নামে সাময়িক বরখাস্ত,জামিন কিংবা বদলী হয় তখন আসলেই জানতে ইচ্ছে করে,৭ মার্চে বংগবন্ধু এই বাংলাদেশ স্বাধীন করতে সংগ্রামের ডাক দিয়েছিলেন কিনা?

আজ যদি কেউ বলে আগে পাকিস্তানীরা শোষণ করত আর আজ করে বাংগালীরা?তার দায় কে নেবে?কে বেড়ালের গলায় ঘন্টা পড়াবে?কে?

দেশের এয়ারপোর্ট কিংবা সীমান্তে যখন টেম্প্রেচার স্কানার অচল থাকে তখন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই বলে তৃপ্তির ঢেকুর তোলা আমলাদের বলতে ইচ্ছে করে,করোনা অনেক আগেই এসে গিয়েছে।তোমরা খালি তা বুঝতে পারো নাই।যখন বুঝবা তখন অনেক দেরী হয়ে যাবে।হয়েছেও তাই।সীমাহীন দুর্নীতির পরেও এসব আমলাদের লজ্জা নেই।লজ্জা থাকবে কি করে,এদের আজ বিবেকই নেই

লেখকঃ তানভীর, ডিফেন্স রিসার্চ ফোরাম।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored