সাম্প্রতিক শিরোনাম

সঙ্গরোধ,সংযমই হোক বেঁচে থাকার সংকল্প-মোহাম্মদ হাসান

এ লড়াই শুধুই জয়ের জন্য।আমরা আজ যে যুগে বাস করছি, সেটাকে তথ্য ও সংবাদের যুগ বললে ভুল হবে না। তথ্য ও খবর কোনও শ্রেণী বিশেষেরও কুক্ষিগত নয়। অন্তত সাধারণ তথ্য ও খবর এখন রীতিমতো সর্বজনীন। তাই আমাদের জানতে দেরি হয়নি গত ডিসেম্বরে সুদূর চীন দেশের হুবেই প্রদেশের উহান শিল্প-শহরে কী ভয়ানক কাণ্ড ঘটেছিল। তাদের সরকারের প্রাথমিক গাফিলতির কারণে করোনা ভাইরাস কীভাবে ওই দেশময় ছড়িয়ে পড়েছিল। বিপদটাকে চীনের একার ভেবে যারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে ছিল, ভুল ভাঙতে দেরি হয়নি তাদেরও। পরিতাপের সঙ্গে এটাও দেখা গেল যে, কোভিড-১৯ এমন একটা রোগ যে ভুলের মাশুল আদায় করে নেয় কড়ায়-গণ্ডায়, সুদে-আসলে। করোনার খাতায় সুদের হিসেবটা আবার কষা হয় গুণোত্তর প্রগতির (জিপি) নিয়মে। গণিতের জটিলতা ছেড়েও অনুমান করা যায় যে বিপদটা ১ থেকে ১১, তার থেকে ১১১, তার থেকে ১১১১ … হতে দীর্ঘ সময় নেয় না। আশঙ্কাটি সত্যে পরিণত হয়েছে ইতালি, ইরান এবং একাধিক আরব দেশ, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্কটল্যান্ড প্রভৃতি দেশের হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে। রোগটা মাত্র দু-আড়াই মাসের ভিতরে ছুঁয়ে ফেলেছে এই গ্রহের প্রায় সবক’টি অঞ্চল ও দেশকে।বর্তমান আক্রান্ত দেশের সংখ্যা ১৯৩! আক্রান্ত নরনারীর সংখ্যা প্রায় চার লক্ষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে ১৯ হাজার!
এক্ষেত্রে একটা যথার্থ উক্তি হলো,”এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন”— আজ গোটা দেশবাসী মনপ্রাণ দিয়ে সংযমের সঙ্গে একটাই সংকল্প পালন করে চলেছেন, আর সেটা হল সঙ্গরোধ বা স্বেচ্ছাবন্দিত্ব। এর প্রধান কারণ, সমগ্র জাতি তথা সমগ্র মানবসমাজকে মহামারী থেকে রক্ষা করা। আজ যে সঙ্কট দেশবাসীর সামনে এসে উপস্থিত হয়েছে, তা পরাধীনতার চেয়েও ভয়ঙ্কর, যুদ্ধের থেকেও বিনাশী। সে কারণে কার্যত গোটা দেশকে আগামী কয়েকদিন যে গৃহবন্দি হয়ে থাকতে হবে, তা শুধু একার বা পরিবারের জন্য নয়, গোটা পাড়া-প্রতিবেশী, মহল্লা, সমাজ তথা দেশের স্বার্থে। আমরা যে তা পারি, তাও প্রমাণ করে দিয়েছি জনতা কার্ফুর মতো সফল রূপায়ণে। নিজের অন্তরের শক্তি উজ্জীবিত করার কাজে লেগেছে। অতএব, বেপরোয়াগিরি নয়, সামগ্রিক মনুষ্য জাতির ত্রাণে নিজেকে গুহাবাসী করে রাখার এই পরীক্ষায় জয়ী হতেই হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোড়া থেকেই যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আর সেকারণে ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। শুধু আমাদের দেশ নয়, কার্যত বিশ্বের বিভিন্ন দেশেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে।
কারণ, সামাজিক যোগসূত্র ছিন্ন করাই এখন সরকারের কাছে চ্যালেঞ্জ।
সুতরাং, সবকিছুর ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত শিক্ষাদীক্ষা, জ্ঞানগম্যি, ভাবধারা, অর্ধকুম্ভ ভরা পাণ্ডিত্য বর্জন করে, ঘরে বসে থাকি। আমি বা আমার পরিবারের কেউ সংক্রমিত নই, এই ভাবখানা ত্যাগ করে চুপ করে থাকার সময় এটা। সব থেকে বড় কথা, অহেতুক আতঙ্কিত হবেন না।সঙ্গরোধ বা সামাজিক বিচ্ছিন্ন করণ মানে অনাহারে কাটাতে হবে, এমনটা মনে করার কোনও কারণ নেই। তাই গোটা বাজারকে তুলে এনে ফ্রিজে ঢোকানোরও কোনও অর্থ নেই। কয়েকজনের এই খাদ্য মজুতদারির কারণেই বাজারে কৃত্রিম সঙ্কট দেখা দেবে, আর বেশ কিছু মানুষ খাদ্য থেকে বঞ্চিত হবেন। তখনই মনে হবে, দূর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। বাজারহাট, মুদির দোকান খোলা থাকবে, মাছ-সব্জির অভাব হবে না, যতক্ষণ না আমার-আপনার মধ্যে কেউ সেই সঙ্কট ইচ্ছাকৃত তৈরি না করি। অতএব, পৃথিবী নামক গ্রহের মানবজাতি নামক প্রাণের অস্তিত্বরক্ষার এই আপ্রাণ লড়াইয়ে আমাদের সকলের সংযম পালনই হোক বাঁচার সংকল্প।
লেখকঃ মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...