সাম্প্রতিক শিরোনাম

বিএসবিএ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরের দাবীতে ছাত্রলীগের মানববন্ধন

মুহাম্মদ ইউসুফ খাঁন:


ভাটিয়ারীর বিএসবিএ হাসপাতালকে কোভিট ১৯ হাসপাতালে রূপান্তর করবার দাবীতে আজ ১২ জুলাই ২০২০ ইং রোববার সকাল ১১ ঘটিকায় বৃস্টিকে উপেক্ষা করে শত শত ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ সীতাকুণ্ডে পৌর সদরের পুরাতন মহাসড়কটিতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শায়েস্তা খানের সভাপতিত্বে মানব বন্ধনে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামশেদ খান, মোঃ ওমর ফারুক রাকিব, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য এম এইচ তারেক, নাজমুল আলম অভি,রাহাত উদ্দীন নাহিদ, শেখ ফরিদ, এম এইচ রিফাত, নওশেদ নুর ইমতিয়াজ, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, মাকসুদ খান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামস মাহমুদ লেনিন,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, সীতাকুণ্ড কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাওন চৌধুরী,ছাত্রনেতা এস এম রিয়াদ জিলানী, সাখাওয়াতুল ইসলাম নিজামী সাগর, সাইদুল ইসলাম,সাদমান, মিনহাজুল আবেদিন বিজয়,সানি,মুন্না, রাজু,সোনম প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।


সভাপতির বক্তব্যে মোঃ শায়েস্তা খান বাংলাদেশ ছাত্রলীগ সীতসকুন্ড উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল নেতাকর্মীকে জনগণের পাশে সুখে দুঃখে সব সময় পাশে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সীতাকুণ্ড উপজেলা ইতিমধ্যে রেড়জোন এলাকা হিসেবে চিহিৃত হয়েছে যা আমরা সবাই অবগত রয়েছি। এ অঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা।জনগণ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না।তাই অতি দ্রুত বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতালে রূপান্তর করতে হবে এবং এটি সময়ের বাস্তব দাবী।।যদি আমাদের দাবী বাস্তবায়ন করা না হয়, তাহলে বৃহত্তর পরিসরে আমরা আন্দোলনে যাবার কথা ভাবছি।

উল্লেখ্য যে ,করোনা মহামারি শুরুর পর সরকারীভাবে এ হাসপাতালকে করোনা হাসপাতাল করার প্রক্রিয়া শুরু করে হঠাৎ কেন এবং কি কারনে তা বন্ধ করা হ’ল-তা নিয়ে জনমনে নানাণ প্রশ্ন দেখা দিয়েছে। এ হাসপাতালটিকে কোভিড ১৯ হাসপাতাল করা হলে শুধু সীতাকুণ্ডবাসী নয় উপরন্তু মীরসরাইবাসীও এখানে চিকিৎসা সেবা নিতে পারবে। বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতাল করার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্লিপ্ততা সরকারদলীয় ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও সীতাকুণ্ড ছাত্রলীগকে আজ রাস্তায় নামতে হলো। ছাত্রলীগের এ মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতাকর্মীরাও শরিক হয় বলে জানা যায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...