আজ ২৯শে জুলাই মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সন্দ্বীপের মাননীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা’র দিকনির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সন্দ্বীপ সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বেঁড়িবাধ এ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করা হয়।
এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ সাম্প্রতিক’কে বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা মহোদয়ের দিকনির্দেশনায় আমাদের আজকের বৃক্ষরোপন কর্মসূচী।বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। তাই আমাদের প্রত্যেকের উচিত বেশিবেশি গাছ রোপণ করা।’
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাহেদুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কলেজ ছাত্রনেতা আলী সাগর, নুরউদ্দীন, মহিদুল আরিফ, মারুফ, তুর্য মজুমদার, রাজিব বিল্লাহ, রিফাত, দ্বাদশ শ্রেণী ছাত্রলীগের সহ সভাপতি জোনায়েদ আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান জিহাদ, ক্রীড়া সম্পাদক ইমন, উপ অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাকিল, একাদশ শ্রেণীর রিসান, মাসুদ রানা, ফরহাদ, বাবলু সহ প্রমুখ।