শালিখায় বাংলাদেশ ছাত্র লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শালিখা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অালোচনা সভার পূর্বে কেক কেটে দিবসটি উদযাপন করে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস ও মুন্সী আবু হানিফ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোজাহার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ সাগর বিশ্বাস। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।