নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: রবিবার ২৭ এপ্রিল, ২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে “জয় হোক মানবতার বাঁচাও কৃষক বাঁচাও দেশ” এই শ্লোগানে উজ্জীবিত হয়ে আওয়ামী পরিবারের যুবকগন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা এলেকার ২টি কৃষক পরিবারের মাঠের পাকাধান কেটে বাড়িতে পৌছে দিলো।
আজ ২৭এপ্রিল রবিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধের কারনে একদিকে কৃষিমুজুর, অন্যদিকে টাকার অভাবে যখন কৃষক মাঠের পাকা ধান কাটতে পারছিলোনা, ঠিক তখন এই যুবকেরা ডাঙ্গা ইউনিয়ানের চেয়ারম্যান সাবের উল হাই এর আহব্বান ও উৎসাহে এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ভিটাকের নেতৃত্বে ভিরিন্দা গ্রামের কৃষক আবুল ও রমজান আলির মাঠের পাকাধান কেটে তাদের বাড়িতে পৌছে দিয়েছে।
ধান কাটার সময় আরো উপস্হিত ছিলেন মোল্লা ইকবাল, জসিম উদ্দিন, নূরে আরম জিকুসহ ছাত্র, যুব ও কৃষকলীগের বহু নেতাকর্মী।
ধানের মাঠে আলাপ কালে চেয়ারম্যান সাবের উল হাই জানান, আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এবং পলাশের মাননীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপের দিক নির্দশনায় করোনা আক্রান্ত সংকট মুহুর্ত্যে জনগনের অভাব অনটনে তাদের পাশে আছি। যত ক্ষন এই মহামারি না যাবে ততদিনই এলেকার মানুষের খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছি, তাদের সকল দুর্ভোগে পাশে আছি, পরেও থাকবো। মানুষ মানুষের জন্য। আমরা জন্য যাযা করনীয় তাই করবো।