সাম্প্রতিক শিরোনাম

আন্দোলন করতেও জানি, ঠেকাতেও জানি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘এখনও রাতের বেলা ডাকলে ২ লাখ লোক বের করতে ১ ঘণ্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমাদের আছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। আন্দোলন করতে জানি, ঠেকাতেও জানি।’

রবিবার (২ মার্চ) দুপুরে নগরীর মাসদাইর নারায়ণগঞ্জ পুলিশ লাইনে, পুলিশ মেমোরিয়াল ডে এর আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমাদের অন্য কোনও দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগই যথেষ্ট।’

শামীম ওসমান পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা কাউকে খাতির করবেন না। যদি মনে করেন আমার কাছের লোক তারে দুইটা বেশি বাড়ি দিবেন। আমার সামনে এসে সবাই ফেরেশতা সাজে। সবাই নিজেকে ভালো ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমার কোনও মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই। কারণ আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমার একার পক্ষে নারায়ণগঞ্জকে ঠিক রাখা সম্ভব নয়। আপনাদের সকলকে নিয়েই নারায়ণগঞ্জকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। এজন্য পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা কামনা করি।’

পরে কর্মরত অবস্থায় নিহত হওয়া দুই জন পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...