সাম্প্রতিক শিরোনাম

আন্দোলন করতেও জানি, ঠেকাতেও জানি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘এখনও রাতের বেলা ডাকলে ২ লাখ লোক বের করতে ১ ঘণ্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমাদের আছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। আন্দোলন করতে জানি, ঠেকাতেও জানি।’

রবিবার (২ মার্চ) দুপুরে নগরীর মাসদাইর নারায়ণগঞ্জ পুলিশ লাইনে, পুলিশ মেমোরিয়াল ডে এর আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমাদের অন্য কোনও দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগই যথেষ্ট।’

শামীম ওসমান পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা কাউকে খাতির করবেন না। যদি মনে করেন আমার কাছের লোক তারে দুইটা বেশি বাড়ি দিবেন। আমার সামনে এসে সবাই ফেরেশতা সাজে। সবাই নিজেকে ভালো ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আমার কোনও মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই। কারণ আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমার একার পক্ষে নারায়ণগঞ্জকে ঠিক রাখা সম্ভব নয়। আপনাদের সকলকে নিয়েই নারায়ণগঞ্জকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। এজন্য পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা কামনা করি।’

পরে কর্মরত অবস্থায় নিহত হওয়া দুই জন পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের কাছে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...