দুপুর দুইটার পরে টেকনিশিয়ান নিয়ে এসে, ইভিএমের পিনকোটগুলো ওপেন করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা তাদের চাহিদামত ভোট নিয়ে নিয়েছেন বলে অ’ভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
শনিবার ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিএনপির নয়পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অ’ভিযোগ করেছেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাদের নেতা ও কর্মীদের ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মী ও স’ন্ত্রা’সীরা ভোট কেন্দ্র ও ভোট কেন্দ্রের আশেপাশে নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ ভোটারদের মনে ভীতি সঞ্চার করেছিল। যে ভোটাররা আওয়ামী লীগকে ভোট না দিতে মনস্থির করে ভোট কেন্দ্রে গিয়েছে, এমন ভোটার মনে হলেই তাদের বাধা দিয়েছে আওয়ামী লীগ।
গণমাধ্যম কর্মীদের কাজেও বা’ধা দেওয়া হয়েছে অ’ভিযোগ করে তিনি বলেন, অনেক ভোট কেন্দ্রে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে। ক্যামেরায় তোলা অনিয়মের ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের শা’রীরিকভাবে লা’ঞ্ছিত করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
বিএনপির কোন অ’ভিযোগ আমলে নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ও তাদের এজেন্টগণ শত শত অ’নিয়মের অ’ভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এমন অসংখ্য অভিযোগের তালিকা রয়েছে বলেও জানান তিনি।