সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য ছাত্রদলসহ বিএনপি সব নেতার ওপর দায় চাপিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৩ সালে আমরা প্রচণ্ড শক্তি নিয়ে আন্দোলন করেছি, ২০১৫ তে আন্দোলন করেছি- পরবর্তীতে আন্দোলন হয়েছে; আমরা এ সরকারকে সরাতে পারিনি।
এ ব্যর্থতা আমাদের সবার, এ দায় আমাদের সবার।বুধবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দোষারোপ করেন তিনি।
স্বাধীনতার ৫০ বছর উদযাপনের মুহূর্তে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি থাকাটা দুঃখজনক।তিনি বলেন, আজকে সমস্ত রাস্তায় জনপদে প্রকম্পিত হওয়া উচিত ছাত্রদলের দ্বারা যে, আমরা অন্যায় অবিচার এ ভয়ংকর স্বৈরাচারী শাসককে চাই না।
এটা তাদের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত মনে হবে না আমি একটা কারাগারে বাস করছি, বন্দিত্ব নিয়ে বাস করছি, শৃঙ্খলিত অবস্থায় বাস করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শৃঙ্খল ভাঙতে পারব না।