একাদশ সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তির আগে সরকারের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় এ সমাবেশ শুরু হয়।
ঐক্যফ্রন্টের সমাবেশে বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিকসহ বেশ কয়েকজন উপস্থিত আছেন।
তবে এখনও সমাবেশস্থলে এসে পৌঁছাননি ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এবং বিএনপির সিনিয়র নেতারা।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হচ্ছেন। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রেস ক্লাবের সামনের সড়ক।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। তবে শুরু থেকেই নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক ভোট লুটপাটের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।