কমরেড রুহিন হোসেন প্রিন্স ও তার মা এর অবস্থা অগ্রগতির দিকে

কমরেড রুহিন হোসেন প্রিন্স ও তার মা এর অবস্থা অগ্রগতির দিকে। সজ্ঞানতা -১০০%, অক্সিজেন সাচুরেশন – ৯৬-৯৭%( বায়ুমন্ডলের বাতাসে), শ্বাস-প্রশ্বাস -১৬-১৮/মিনিট পালস্- ৭৬-৮০/মিনিট, ব্লাড প্রেশার -১১০/৭০, জ্বর -নাই। সি আর পি স্বাভাবিক এর চেয়ে বেশি থাকলেও কমে এসেছে।)


অন্যান্য পরীক্ষা রিপোর্ট স্বাভাবিক। ক্ষুধা স্বাভাবিক তবে এখনো শারীরিকভাবে দূর্বল।কমরেড প্রিন্সের মায়ের ক্ষুধামন্দা ও শারীরিক দূর্বলতা ছাড়া ভাইটাল লক্ষ্মণগুলো স্বাভাবিক।

করোনায় আক্রান্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় সম্পাদক, জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এর সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স এর অবস্থা অগ্রগতির দিকে। সবদিক দিয়ে তিনি স্থিতিশীল হচ্ছন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার মায়ের অবস্থা ও অগ্রগতির দিকে। দুর্বলতা আছে। মায়ের সাথে কমরেড প্রিন্স রাজধানীর পান্থপথের হেল্থ এন্ড হোপ হাসপাতালে ডা. চন্দ্র শেখর বালা চঞ্চল এর অধীনে চিকিৎসাধীন আছেন।


দেশের বিভিন্ন স্থান থেকে পিতৃতুল্য, শ্রদ্ধাভাজনদের ফোন ধরতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
তিনিসহ রোগাক্রান্ত সকলের জন্য শুভ কামনা করতে বলেছেন । এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সামাজিক বন্ধন দৃঢ় করার অনুরোধ করেছেন।