“দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের যে একটি বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা আজ অপরিহার্য ও জরুরি হয়ে উঠেছে। এই কাজকে সম্পন্ন করার জন্য সব নিবেদিত ও নিষ্ঠাবান কমিউনিস্ট শক্তি ও কমিউনিস্টদের একত্রিত হওয়া আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ‘কমিউনিস্ট ঐক্য’ আজ সময়ের দাবি। এটির অর্জন দেশে ‘লুটেরা বুর্জোয়া শাসনের’ অবসান ঘটিয়ে ‘বাম গণতান্ত্রিক বিকল্প’ প্রতিষ্ঠার জন্য যে ‘বাম গণতান্ত্রিক’ ঐক্য ও বিকল্প শক্তির উত্থান জরুরি হয়ে পরেছে, সেক্ষেত্রে ‘কমিউনিস্ট ঐক্য’ প্রতিষ্ঠা আজ আবশ্যিক শর্তে পরিণত হয়েছে।
দেশের এই ক্রান্তিকালীন সময়ের প্রয়োজনের কথা বিবেচনা করে, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষের মুখে দাঁড়িয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংশ্লিষ্ট সকলের প্রতি ‘কমিউনিস্ট ঐক্য’ গড়ে তোলার জন্য অগ্রসর হওয়ার উদাত্ত বিপ্লবী আহ্বান জানাচ্ছে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এই আহ্বান জানিয়েছেন।