করোনাভাইরাস মোকাবিলা করতে সরকারের যে আন্তরিকভাবে এগিয়ে আসা দরকার ছিল, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। কারণ, তাদের মধ্যে প্রচণ্ড রকমের উদাসীনতা ছিল। অবহেলা ছিল। তারা অন্য কাজে ব্যস্ত ছিল। যখন ঘাড়ের মধ্যে এসে পড়ে গেছে, তখন তারা এটিকে সামাল দিতে গেছে। সামাল দেয়ার মতো শক্তি তাদের ছিল না। আজকে করোনাভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তাদের যে শাসন ব্যবস্থা, সেটা কতটা ভঙ্গুর। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। সাধারণ রোগীরা গিয়ে চিকিৎসা পাচ্ছে না।
বিএনপি কোনো কাজ করছে না বলে তথ্যমন্ত্রীর এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল চ্যালেঞ্জ করে বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরেও বিএনপি যে কাজটুকু করেছে, তা আওয়ামী লীগ থেকে অনেক বেশি। তিনি বলেন, সীমিত শক্তি দিয়ে ৭ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সেটা আরও বাড়বে বলে জানান।
বিএনপির এই নেতা আহবান জানান, এটা রাজনৈতিক প্রতিহিংসার সময় নয়। জাতিকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করুন।বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের মহামারি আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। এটা এক অদৃশ্য শত্রু। এ ব্যাধির এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। মানুষের সব অহংকার মাটির সঙ্গে মিশে গেছে। আমরা বিশ্বাস করি, এ লড়াই মানুষ জিতবে। মানুষের কল্যাণ হবে।বিএনপির অঙ্গসংগঠনের প্রায় ৯৫০ জনের মতো নেতা–কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া সারা দেশে প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব তথ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার অভিযোগ, সরকার ও সরকারের লোকেরা জোর করে তুলে গেছে। কিন্তু স্বীকার করে না।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে অস্ত্রের মুখে, গায়ের জোরে হরণ করা হয়েছে। বিএনপির মূল দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের অনেক নেতা–কর্মী খুন হয়েছে, গুম হয়েছে। এই পরিবারগুলো এক যুগ ধরে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তিনি বলেন, যে শিশু তিন চার মাস বয়সে তার বাবাকে হারিয়েছে, সে এখন বড় হয়েছে। বাবার কথা মায়ের কাছে জিজ্ঞেস করে। রাষ্ট্র এর জবাব দিতে পারে না, কারণ রাষ্ট্র নিজেই এর কারণ। এটিই সবচেয়ে ভয়ংকর কথা, কারণ রাষ্ট্র যখন নিজেই উৎপীড়ক হয়ে যায়, গুম, খুন করে বা ক্রসফায়ার করে, তখন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীতে মূল্যবোধ বদলালেও ক্ষমতাসীনদের সংস্কৃতি বদলাচ্ছে না। বিএনপিসহ বিভিন্ন দল ঐক্যবদ্ধভাবে এই মহামারি মোকাবিলার কথা বলে এলেও ক্ষমতাসীনেরা সেদিকে গুরুত্ব দিচ্ছে না। একদলীয় চেতনা দিয়ে তারা কাজ করছে। আর তা করতে গিয়েই অনেক তথ্য গোপন করার কারণে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment