ডাকসু জিএস ও সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক গোলাম রাব্বানী কামরাঙ্গিচরের ঢালু এলাকায় রিক্সা গ্যারেজের মেসে থাকা ১০০ রিক্সাচালকের মাঝে ত্রাণ বিতরন করেন।
গোলাম রাব্বানী এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানায়, ঢাকা শহরের রিক্সাচালকদের একটা বড় অংশ পরিবার নিয়ে থাকেন কামরাঙ্গিচরের ঢালু এলাকায়। যাদের পরিবার দেশের বাড়িতে, তারা থাকেন বিভিন্ন রিক্সা গ্যারেজ সংলগ্ন মেসে। আজ কামারাঙ্গিচরের (সেকসন) ৩টি রিক্সা গ্যারেজে ১০০ রিক্সাচালক ও তাদের পরিবারের জন্য কমপক্ষে ১৫ দিন চলার মতো চাল, ডাল, আলু ও সাবান দিয়ে এসেছি, যেন এই লকডাউনে জীবিকার তাগিদে যতটা সম্ভব কম বের হতে হয়। এই দুর্যোগে আপনার সাধ্যমতো আশেপাশের এমন কর্মহীন ও বিপদগ্রস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।
এছাড়াও এর আগেও বিভিন্ন হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরন করেন গোলাম রাব্বানী।