খেলাঘর আসরের প্রধান উপদেষ্টা ও সাবেক চেয়ারপার্সন, এ দেশের বিজ্ঞান আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, বিজ্ঞানী অধ্যাপক ড. আলী আসগরের প্রয়াণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আলী আসগর এ দেশের প্রগতিশীল আন্দোলনে নানামাত্রিক ভূমিকা পালন করেছেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতার ধারায় শিশু-কিশোরদের গড়ে তুলতে আমৃত্যু তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেছেন।
এ দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণায় তাঁর ভূমিকা অগ্রগণ্য। বিজ্ঞানকে সহজবোধ্য ও জনপ্রিয় করে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পশ্চাদপদতা, কুসংস্কারচ্ছন্নতা আর প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তিনি বিজ্ঞান আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তাঁর অসামান্য ভূমিকা দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ এবং খেলাঘর আসরের সারাদেশের ভাই-বোনদের প্রতি সমবেদনা জানান।