ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি, ডিজিটাল সিকিউরিটি এক্ট বাতিলের দাবিতে আজ পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটি।
ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারন সম্পাদক কমরেড সাজেদুল হক রুবেল, সম্পাদকমন্ডলীর সদস্য লুনা নুর, ঢাকা কমিটির সদস্য শংকর আচার্য, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীলসহ প্রমুখ নেতৃত্ববৃন্দ৷
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার এ সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একের পর এক গনবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে মানুষের বাক স্বাধীনতা রহিত করতে কুখ্যাত ডিজিটাল আইন প্রণয়ন করেছেন। একের পর এক প্রতিবাদী লেখক,সাহিত্যিক, ব্লগারকে গ্রেফতার করে, বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে। লেখক মুস্তাক আহমেদকে দীর্ঘ ৯ মাস ধরে বারংবার জামিনের আবেদন বাতিল করে আটক রাখা হয়।
অতঃপর কারাগারে তিনি রহস্যময় মৃত্যু বরণ করেছেন। বক্তারা বলেন লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর রহস্য বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে জনগনের কাছে উন্মোচন করতে হবে। বক্তারা, লেখক মুস্তাক মৃত্যুর প্রতিবাদী মিছিলে গ্রেফতার কৃত ছাত্র নেতাদের অবিলম্বে মুক্তির দাবি করেন।