ঘূর্নিঝড়ে সবাইকে সতর্ক করতে গিয়ে প্রাণ হারালেন সিপিবি প্রবীণ নেতা শাহ আলম মীর। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নেতা ৫৫ বছর বয়স্ক মো. শাহ আলম মীর নিখোঁজ হয়েছিলেন। কচুরিপানার মধ্যে ডুবে যান তিনি। তারপর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মানবতার সেবায় সিপিবির এই নেতা বরাবরের মতই ফ্রন্ট লাইনে নিজেকে নিয়োজিত করতেন। সংগঠন বারন করা সত্ত্বেও নিজেকে সব সময় উৎসর্গ করতে চাইতেন।
সিপিবির এক প্রবীন নেতা জানান, আমরা অন্যান্য রাজনৈতিক সংগঠন গুলোর মত শো-অফ করার রাজনীতি করিনা। কমরেড শাহ আলম মীর নিজেকে উৎসর্গ করে দিয়ে আবারো প্রমান করে দিলেন স্রোতের দিকে ভেসে যাওয়া রাজনৈতিক দলগুলোর সাথে সিপিবির কত পার্থক্য। আমরা এই শোককে শক্তিতে পরিনত করছি। ঘূর্নিঝড় মোকাবিলায় আমাদের কার্যক্রম বন্ধ হবেনা।