বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত নওগাঁর রাণীনগরের মানুষ। কোন্দলে বিভক্ত হয়ে পড়েছে রাণীনগর বিএনপি। এখানে দলটির কেউ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর সমর্থক, কেউ আলমগীর কবিরের সমর্থক, আবার কেউ তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এছাহক আলীর সমর্থক। গ্রুপিংয়ের কারণে দল থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। এ কারণে দিনদিন ঝিমিয়ে পড়ছে সাংগঠনিক কার্যক্রম।
কিন্তু এমন দুঃসময়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বিএনপি। এতে দলটির নেতা-কর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন ভুক্তভোগীরা। দুর্যোগ কবলিতরা জানান, করোনায় ঘরবন্দি অবস্থায় তাদের জন্য অনেক রাজনৈতিক নেতা ও সংগঠন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিল। বন্যার সময়েও পাশে দাঁড়িয়েছিল কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের একদিনের জন্যও দেখা যায়নি।
রাণীনগর বিএনপি’র আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু বলেন, আমাদের মাঝে নেতৃত্ব নিয়ে কিছু বিভক্তি আছে। নেতা-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে জনগণ বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।